খেজুর কাটার ফাঁদ দিয়ে পুটি মাছ ধরার দারুণ দৃশ্য

মাছ একটি শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী যার শ্বাস-প্রশ্বাসের জন্য ফুলকা রয়েছে,চলাচলের জন্য যুগ্ম অথবা অযুগ্ম পাখনা রয়েছে, এদের দেহে সচরাচর আঁইশ থাকে, সাধারণত এরা জলকেই বসবাসের মাধ্যম হিসেবে গ্রহণ করে থাকে।

পুঁটি বা পুঁটিমাছ Cypriniformes বর্গের Cyprinidae গোত্রের অন্তর্গত একটি মিঠাপানির মাছ। এরা সাধারণতঃ আকারে ছোট এবং চ্যাপ্টা আকৃতির হয়। একটি পূর্ণ বয়স্ক পুঁটিমাছ ২৫ সেমি বা ১০ ইঞ্চির চেয়ে ছোট হয়।

বাংলাদেশ, ভারত, মালদ্বীপ সহ প্রধানত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার জলাশয়গুলিতে এদের দেখা মেলে। এদের গায়ে ডোরা, ফোঁটা বা দাগ দেখা যায়।

এদের বাংলা নাম পুঁটি থেকে বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসে এই প্রজাতিগুলোর গণ নাম Puntius এসেছে। তেমনি অবসর সময়ে পাবজি-ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে ছেলেদের পুকুর থেকে দারুন কায়দায় পুটি মাছ ধরার ভিডিও তুমুল ভাইরাল।