মাঝরাতে ‘সাদা সাদা কালা কালা’ গাইলেন নুসরাত, বিচ্ছেদের পর ‘আবার প্রলয়’!

বৃহস্পতিবার রাত ২.৪১ মিনিট। কিন্তু রাত যে এত গভীর, তা পরিচালক রাজ চক্রবর্তীর ইনস্টাগ্রাম পোস্ট দেখলে বোঝা দায়। চারিদিকে আলোয় আলো। মাঝে বড় মঞ্চ। চারিদিকে ভিড় করে দাঁড়িয়ে দর্শক। মঞ্চে মন খুলে গান গাইছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া। ‘আবার প্রলয়’ সিরিজের শুটিং চলছিল। সিরিজের শেষ দিনের শুটিংয়ে এমনই এক মুহূর্ত তৈরি হয়েছিল।

নুসরাত এক দিকে যেমন সফল নায়িকা, তেমনই আবার সফল গায়িকা ও সঞ্চালক। ‘আবার প্রলয়’ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। শেষ দিনের শুটিংয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে গান গাইলেন নুসরাত।

বাংলাদেশের বিখ্যাত ছবি ‘হাওয়া’। কিছু দিন আগে হাওয়া নিয়ে দুই বাংলায় আলোচনা কম হয়নি। ছবির গান ‘সাদা সাদা কালা কালা’ পেয়েছে বিপুল জনপ্রিয়তা। সেই চর্চিত গান গেয়েই সকলের মনোরঞ্জন করলেন নায়িকা। কোরিয়োগ্রাফার বাবা যাদবকে দেখা গেল গানের ভিডিও করতে।

২০১৩ সালে সত্য ঘটনা অবলম্বনে রাজ তৈরি করেছিলেন প্রলয়। ১০ বছর পর এ বার আসছে ‘আবার প্রলয়’। তবে এ বার আর বড় পর্দা নয়। ‘ওটিটি’-তে মুক্তি পাবে রাজের ‘আবার প্রলয়’। সিরিজে নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, দেবাশিস মণ্ডল, কৌশানী মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ। সিরিজের প্রযোজক রাজের পাশাপাশি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।

Click Here Watch Video