সুখবর পেলেন শাকিব খান ও বুবলী

আলোচনা আর সমালোচনা নিয়ে চলছিল চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর জীবন। সিনেমার বাইরেও ব্যক্তিগত জীবনে প্রেম, বিয়ে, সন্তান এসব খবর লুকোচুরি আবার বিচ্ছেদসহ নানান খবরের শিরোনাম ছিলেন এ দুজন।

সেই সঙ্গে শাকিব-পূজা, বুবলী-অপু নানান বিতর্কও শুরু হয়। তবে এতোসব নেতিবাচক খবরের ভিড়ে সুখবর পেয়েছেন শাকিব খান ও বুবলী।

নানান নেতিবাচক খবরে যখন সামাজিক মাধ্যম উত্তাল তখন একটি সুখবর এলো শাকিব-বুবলীর জীবনে। তবে এটা ব্যক্তিগত কোনো বিষয়ে নয়, তাদের অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ পেয়েছে মুক্তির অনুমতি।

গত ২২ ডিসেম্বর ছবিটিকে আনকাট ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেই সঙ্গে জুটেছে প্রশংসাও।

লচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার জানিয়েছেন, অ্যাকশন, রোম্যান্স ও সামাজিক ঘরানার ছবি আমিই বাংলাদেশ। দেশপ্রেমের বিষয়টিও আছে। সেন্সর বোর্ডের সদস্যদের কাছে ছবিটি উপভোগ্য লেগেছে। দর্শকের কাছেও হয়ত চমৎকার লাগবে।

Click Here Watch Video