অটোগ্রাফসহ নেইমারের জার্সি উপহার পেলেন তামিম

সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে ব্রাজিল। ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় সেলেসাওরা। ম্যাচের গোল দুইটি করেন রিচার্লিসন।

হেক্সা জয়ের মিশনে নামা ব্রাজিলের এই ম্যাচটি মাঠে বসেই দেখেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

কাতারের লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল-সার্বিয়ার ম্যাচ শেষে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের অটোগ্রাফসহ একটি জার্সি তামিমের হাতে তুলে দেন তার পাবলিসিটির দায়িত্বে থাকা বাংলাদেশের ছেলে রবিন মিয়া। তামিমকে জার্সি তুলে দেয়ার পর দেশের একটি বেসরকারি টেলিভিশনেও এ বিষয়ে সাক্ষাৎকারও দিয়েছেন রবিন।

এর আগে, তামিমকে জার্সি তুলে দিচ্ছেন রবিন। যেখানে নেইমারের অটোগ্রাফ দেখা যাচ্ছে। এমনই দুই-তিনটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

গত ২১ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় ব্রাজিল-সার্বিয়া ম্যাচের টিকিট পাওয়ার কথা জানিয়েছিলেন তামিম। এরপর বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ম্যাচটি সরাসরি দেখেন টাইগার কাপ্তান।

উল্লেখ্য, ১৯৯৮ বিশ্বকাপে রোনালদোর খেলা দেখে ব্রাজিলের প্রেমে পড়েছেন তামিম ইকবাল। শুধু তামিমই নন তার পরিবারের প্রায় সবাই ব্রাজিলকে সাপোর্ট করে।