বিশ্বকাপে কেবল ব্রাজিলের খেলা দেখবেন তামিম, দেখবেন সরাসরি মাঠে বসেও

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ২৯ দিন। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, সমর্থকরাও ঠিক ততটাই প্রিয় দলের খেলা উপভোগ করতে মুখিয়ে আছেন। এমনই এক স্বপ্নপূরণ হচ্ছে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের।

দেশসেরা এই ব্যাটার তার প্রিয় দল ব্রাজিলের ম্যাচের টিকিট পেয়েছেন। আগামী ২৫ নভেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচের দুটি টিকিট পেয়েছেন তিনি।

শুক্রবার (২১ অক্টোবর) তামিম তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের স্টোরিতে সেই টিকিটের ছবি শেয়ার করেন। সেখানে তিনি ফাহাদ করিম নামে একজনকে টিকিটের জন্য ধন্যবাদ জানান।

কাতার বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদস্য দেশগুলোর নির্দিষ্ট সংখ্যক টিকিট দেওয়া হয়। বাফুফেও এবার ফিফার কাছ থেকে ২৯০টি টিকিট পেয়েছিল।

ওই টিকিট সুষ্ঠুভাবে বন্টনের জন্য একটি আলাদা কমিটি গঠন করে বাফুফে। কমিটি নানা বিষয় পর্যালোচনা করে টিকিট গ্রহীতাদের নাম চূড়ান্ত করে এবং গত শনিবার (১৫ অক্টোবর) কাতার থেকে বিশ্বকাপের টিকিট গ্রহণ করেছে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে নামবে নেইমার জুনিয়ররা। গ্রুপ পর্বে কোচ তিতের শিষ্যরা ২৫ নভেম্বর সার্বিয়া, ২৮ নভেম্বর সুইজারল্যান্ড ও ৩ ডিসেম্বর ক্যামেরুনের মোকাবিলা করবে।