বৃক্ষরোপণে ব্যস্ত জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ এখনো অমিমাংসিত। এই পদের জন্য জায়েদ খান এবং নিপূণ আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু থেমে নেই জায়েদ খানের সামাজিক কার্যক্রম। তিনি মানব কল্যাণ সংগঠন ‘সাপোর্ট’-এর বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এরই মধ্যে নিজ জেলা পিরোজপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন জায়েদ খান। সাপোর্ট-এর আয়োজনে বৃক্ষরোপণ করা হচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পিরোজপুর পুলিশ লাইন্সে ও বুধবার (২১ সেপ্টেম্বর) জেলার নেছারাবাদ (সরুপকাঠি) উপজেলায় বৃক্ষরোপণ করেন এই অভিনেতা। সাপোর্ট-এর প্রতিষ্ঠাতা সভাপতিও তিনি।

জায়েদ খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উপজেলায় সহস্রাধিক বনজ ও ফলদ গাছ লাগানো হবে।’