শাকিব খানের বিরুদ্ধে শাহবাগে মানববন্ধন

মাসজুড়ে আলোচনা-সমালোচনায় জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। কারণ, নায়কের ব্যক্তিগত জীবন। এবার নায়কের ব্যক্তিগত জীবনকাণ্ডে আজ শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে কয়েক জন ছাত্র মানববন্ধন করেছেন।

দেশের নামি সুপারস্টার হয়েও একাধিক বিয়ে করে গোপন রাখা, সন্তান প্রকাশ্যে আসার পর স্ত্রীকে ডিভোর্স দেওয়া — এমন আচরণে এই মানববন্ধন করেছেন বলে দাবি তাঁদের।

মানববন্ধনে অংশ নিয়েছেন মাত্র চার তরুণ। তাঁদের হাতে থাকা প্লেকার্ডে লেখা ছিল, শাকিব খানের বিরুদ্ধে এফডিসির কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই। এ ছাড়া আরও কিছু স্লোগান ছিল।

শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন।

প্রায় ১০ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর টেলিভিশন লাইভে প্রকাশ্যে নিয়ে আসেন অপু। ফের একই কাণ্ড ঘটিয়েছেন ঢালিউড খান।

এবার চিত্রনায়িকা শবনম বুবলীও এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন ফেসবুক পোস্টে।