কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর মোহাম্মদ হান্নানের ‘বিক্ষোভ’ সিনেমায় প্রথমবার সালমান শাহ-এর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর বেশ কিছু সিনেমায় তার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শুধু ‘বিচার হবে’ সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ-এর ভাবির চরিত্রে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ডলি জহুর বলেছিলেন, আমি যখন বাংলাদেশ টেলিভিশনে নাটক করতাম, তখন সালমানও বিটিভিতে আসত, নাটক করত। ওই সময় থেকেই সালমান আমার ছেলের চরিত্রে অভিনয় করছে। বিশেষ করে সালমানকে বিটিভির প্রযোজক ও নাট্যকার জিয়া আনসারী খুব পছন্দ করতেন। তার রচিত বা প্রযোজিত বেশির ভাগ নাটকে ছোট ছেলের চরিত্র থাকলেই সালমানকে দিয়ে করাতেন। ওই সময় থেকেই সালমান আমার ছেলে হয়ে যায়।
পর্দায় সালমান শাহর মায়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তার সঙ্গে সম্পর্কটা কেমন ছিল?
ডলি জহুর বলেন, পর্দায় যেমন আমি ওর মা ছিলাম বাস্তবেও তাই ছিল। ও আমাকে আম্মু বলে যখন ডাক দিত, মনে হতো আমার ছেলেই আমাকে ডাকছে। মা-ছেলের মতোই আমাদের কথার আদান-প্রদান হতো। একবার সালমান অভিনয় করছিল আরেক সেটে। ওর মা চরিত্রটি অন্য আরেকজন করছিল। ওই সেট থেকে আমার কাছে আসার পর আমি বললাম, বাহ! এবারে তোর মা তো দেখতে খুবই গ্ল্যামারাস, সুন্দর। তোর আজকে নিশ্চয়ই খুব ভালো লাগছে কাজ করতে? তখন সালমান আমার কাঁধে হাত দিয়ে কানের কাছে মুখ রেখে বলল, নাহ, মা মা লাগে না।
কিংবদন্তি এই অভিনেত্রী আরও বলেন, মাঝে মাঝে আমার খুবই কষ্ট লাগে। আমি ইমোশনাল হতে চাই না কিন্তু হয়ে যাই। এই ছেলেটা (সালমান শাহ) বেঁচে থাকলে হয়ত আমাকে ফিল্ম ছাড়তে হতো না।
অভিনেত্রীর ভাষ্য, মেইনস্ট্রিম চলচ্চিত্রে আমি আর কাজ করতে যাব না হয়ত। কিন্তু ওটিটি ফিল্ম যেগুলো হচ্ছে বা ওয়েব কনটেন্ট, যেগুলোতে আমি যদি আমার মনের মতো চরিত্র পাই সেগুলো করব। যদি ডিরেক্টর চয়েজ করে নিশ্চয়ই করব।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.