সম্প্রতি শাকিব-বুবলী ও সন্তান বীরকে নিয়ে দেশজুড়ে ছিল আলোচনা। সেই আলোচনা এখনো মিইয়ে যায়নি। তার আগেই নায়িকা পূজা চেরীকে নাকি বিয়ে করেছেন শাকিব খান এমন খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা চলছে যে, গত ২২ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়েছে। যদিও এসবের এখনও কোনো সত্যতা মেলেনি। এখনও পর্যন্ত এসব শুধুই গুঞ্জন।
এসব আলোচনার মুখ খুলেছেন পূজা চেরী। মঙ্গলবার (১১ অক্টোবর) এ প্রসঙ্গে পূজা জানান, শাকিব খানকে বিয়ে করেছি তারা আগে প্রমাণ দিক। প্রমাণ ছাড়া কেন এসব কথা বলছে? আমি নিজেও বুঝতে পারছি না কেন এসব কথা আসছে। বিষয়টি নিয়ে আমি খুবই বিরক্ত। আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। এখন শুটিংয়ে আছি। এখন আমি কাজ ছাড়া কিছুই চিন্তা করছি না।
এমনকি এদিন বিকালে সাড়ে চারটার দিকে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পূজা চেরি। দীর্ঘ স্ট্যাটাসে পূজা লিখেছেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে— এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাঁধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রা’ন্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।
কিন্তু কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।
কিন্তু আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার। যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন!
কোনো রকম সত্যমি’থ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মি’থ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি – দেশের প্রচলিত আই’নের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’
গণমাধ্যমকে পূজা চেরি আরও জানান, এমন কিছু হয়ে থাকলে আমি সময় হলেই সব বলবো। একটি দল আমার পিছনে লেগে আছে। যেহেতু শুটিংয়ে আছি বিষয়টি নিয়ে কথা বলে চরিত্র থেকে বের হতে চাই না। সময় হলে সব বলব।
এদিকে, পূজার আগে শাকিবের স্ত্রী হওয়া এবং শাকিবের সন্তানের মা হওয়ার আগেও অপু বিশ্বাস ও বুবলী গু’জব বলে চালিয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই গু’জব সত্যি হয়ে যায়। পূজার ক্ষেত্রেও এমনটি হবে কীনা সেটা সময়ই বলে দেবে বলে মনে করছেন ভক্তরা।
আপাতত মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘পরী’ ওয়েব ফিল্মের শুটিংয়ে ব্যস্ত পূজা। এ ওয়েব ফিল্ম দিয়ে প্রথমবার ছোট পর্দার জোভানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন পূজা। গত শুক্রবার (৭ অক্টোবর) পূজা অভিনীত সরকারি অনুদানের সিনেমা হৃদিতা মুক্তি পেয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.