খাদের কিনারে থাকা রাজ ও পরীমনির সংসার অবশেষে ভেঙেই গেল। গত ১৮ সেপ্টেম্বর দেশের আলোচিত নায়িকা পরীমনি তার চতুর্থ স্বামী অভিনেতা শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছেন। গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে আজ বুধবার।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে পরীমনি ফেসবুকে এক পোস্ট দিয়ে রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন। জানান, এক পাতানো বোনকে সঙ্গে নিয়ে রাজ তার গায়ে হাত তুলেছেন।
অভিনেত্রী লিখেছেন, ‘ধরেন, এই কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সাথে মাসের পর মাস পার করে দিতাম- কী বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে। তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?’
পরীমনি প্রশ্ন রেখে আরও লিখেছেন, ‘রাজ কার সাথে থাকে? সুগার মমি নাকি কোনো অনৈতিক ব্যবসায়িক চক্র? কী চলে মহানগর প্রজেক্টে তাদের ওই বাসা নামক অপকর্মের আস্তানায়? প্রশাসন, মিডিয়া যারা আছেন বের করেন এবার! অনেক কথা বলার বাকি! এত চুপ থাকা যায় না।’
যদিও এই পোস্টটি কিছুক্ষণ পরই মুছে ফেলেন পরীমনি। এরপর নায়িকার ব্যবহৃত নম্বরটি ফেসবুকে পোস্ট করা হয়। তবে সেই নম্বরে সংযোগ পাওয়া যাচ্ছে না। মুছে ফেলা হয় পরের পোস্টটিও। পরীমনির ফেসবুক হ্যাক হয়নি তো? জানতে নায়িকাকে ফোন দিলে তিনি কেটে দেন। বার্তা পাঠালেও উত্তর মেলেনি।
এদিকে কোন পাতাতো বোনকে সঙ্গে নিয়ে পরীমনিকে মারধর করলেন অভিনেতা শরীফুল রাজ? এ সম্পর্কে জানতে রাজের সঙ্গে যোগাযোগ করলে তাকেও পাওয়া যায়নি। তার সেলফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
গত মার্চে তিন অভিনেত্রীর সঙ্গে রাজের কয়েকটি ছবি আর ভিডিও ফাঁস হলে প্রকাশ্যে চলে আসে পরীমনির সংসারের টালমাটাল খবর। অভিনেত্রী জানান, ওই ঘটনার কিছুদিন আগেই রাজ তার বাসা ছেড়ে চলে যান। ফেরেননি কয়েক মাসেও। এবার জানা গেল নায়িকা ডিভোর্স দিয়েছেন রাজকে।
এ জুটির বিয়ে হয়েছিল ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে। সেই খবর তারা ফেসবুকে প্রকাশ করেন গত বছরের ১০ জানুয়ারি। একইসঙ্গে জানান, তারা সন্তানের অভিভাবক হতে যাচ্ছেন। গত বছরের ১০ আগস্ট পৃথিবীতে আসে রাজ-পরীর সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
কিন্তু সন্তানের মায়া বেঁধে রাখতে পারল না রাজ-পরীর সংসার। বিয়ের পর থেকে একাধিক বার দাম্পত্য কলহের জেরে পরীমনির বাসা ছেড়ে বেরিয়ে গেছেন রাজ। তবে অভিমান ভুলে আবার ফিরেও এসেছেন। তবে এবার আর ফিরলেন না। পরীর জীবন থেকে চলে গেলেন চিরতরে।
জানা যায়, রাজ ছিলেন পরীমনির চতুর্থ স্বামী। অর্থাৎ, এর আগে নায়িকা আরও তিনটি বিয়ে করেন। তার মধ্যে দুটি বিয়ে করেন চলচ্চিত্রে আসার আগে। নায়িকা বনে যাওয়া পর ২০২০ সালের মার্চে কামরুজ্জামান রনি নামে সহকারী পরিচালককে বিয়ে করেন পরীমনি। সেই সংসারে ভাঙে মাত্র তিন মাসে।
এরপর তামিম নামে এক বিনোদন সাংবাদিকের সঙ্গে আংটি বদল করেছিলেন পরীমনি। তবে সেটি আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। তার আগেই ভেঙে যায় তামিমের সঙ্গে পরীমনির সম্পর্ক। এর পরের বছরই নায়িকা ভালোবেসে বিয়ে করেন রাজকে। টিকল না সে সংসারও।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.