বাংলাদেশের সিনেমা জগতের কিংবদন্তি নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী। কিন্তু আপনি কি জানেন, কিংবদন্তি এ তারকার আরেক মায়ের কথা। সম্প্রতি এমন তথ্যই সংবাদমাধ্যমকে জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর।
সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় স্বপ্নের নায়ক সালমান শাহ সম্পর্কে তাকে কিছু বলতে বলা হলে বর্ষীয়ান এ অভিনেত্রী বলেন, ‘আমি মৃত সালমান শাহর লাশ দেখতে যাইনি। কারণ, ওর জীবিত স্মৃতি নিয়েই বেঁচে থাকতে চাই। আমি বিশ্বাস করি না বাচ্চাটা ( সালমান শাহ) মারা গেছে। ও জীবিত আছে এবং মৃত্যুর আগপর্যন্ত আমার স্মৃতিতে ও (সালমান শাহ) জীবিত থাকবে।’
ডলি জহুর আরও বলেন, ‘আমি বিশ্বাস করি শুধু আমার স্মৃতিতে নয়, দর্শকের স্মৃতির মণিকোঠায়ও সালমান আজীবন বেঁচে থাকবে।’ এরপরই ডলি জহুর জানান, ‘আমি সালমান শাহকে জন্ম দেইনি। কিন্তু আমি ওর আরেক মা। সিনেমায় সালমান শাহর মায়ের ভূমিকায় অনেক অভিনয় করেছি। তাই জীবিত সালমান নীলাকে (সালমান শাহর মায়ের নাম নীলা চৌধুরী) বেশি মা ডাকেনি আমাকে বেশি মা বলে ডেকেছে।’
এর জন্য আফসোস করে প্রায়ই নীলা চৌধুরী নাকি অভিনেত্রী ডলি জহুরকে বলতেন, ‘জন্ম দিলাম আমি, তুই (ডলি জহুর) হলি মা। তোকে বেশি মা ডাকায় আমার চেয়ে তোর প্রতিই ইমনের (সালমান শাহর আসল নাম) অনুভূতি বেশি কাজ করে।’
এমন আফসোসে নীলা চৌধুরীকে দুষ্টুমি করে ডলি বলতেন, ‘হিংসা কর কেন? হয়তো আমার মতো তুমি ওকে (সালমান শাহ) ভালোবাসতে পার না।’ সাক্ষাৎকারের এক পর্যায়ে আবেগী হয়ে ডলি বলেন, সিনেমায় মায়ের ভূমিকায় সব সময় আমাকেই চাইতো সালমান। এর জন্য আমার শিডিউল না থাকলে পরিচালক আর প্রযোজকদের সিনেমার শুটিং পিছিয়ে দেয়ারও অনুরোধ করত।’
ডলির ভাষায়, ব্যক্তিজীবনে সালমান এতই ভালো মনের একজন মানুষ ছিল যে প্রোডাকশন বয়কেও গুরুত্ব দিত। ইন্ডাস্ট্রির গরিব সদস্যদের ঈদে বাজার করা থেকে শুরু করে সব রকমই তাদের সাধ্যমতো সাহায্য করত সালমান। ওর উপস্থিতিতে বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রির বাজারও অন্যরকম হতে পারত বলে আফসোস করেন বর্ষীয়ান এ অভিনেত্রী।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.