ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী গায়ত্রী যোশী ও তার স্বামী বিকাশ ওবেরয়। স্বামীকে নিয়ে ইতালিতে অবসর যাপনের জন্য গিয়েছেন গায়ত্রী। সেখানে দুর্ঘটনার কবলে পড়েন ‘স্বদেশ’খ্যাত এই অভিনেত্রী।
এ দুর্ঘটনায় এক দম্পতি মারা গেছেন। তবে সুস্থ আছেন গায়ত্রী ও তার বর। ইতালি থেকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালকে গায়ত্রী যোশী বলেন, ‘বিকাশ আর আমি এখন ইতালিতে রয়েছি। আমরা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছি। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় আমরা দুজনেই সুস্থ আছি।’
এ সড়ক দুর্ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, কয়েকটি গাড়ি ওভারটেক করার চেষ্টা করছে একটি কাভার্ট ভ্যান। এসময় একটি ল্যাম্বারগিনি ও একটি ফেরারিসহ কয়েকটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে তা উল্টে যায়। আর ধাক্কা দেওয়া একাধিক গাড়ি সড়ক থেকে ছিটকে পড়ে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুর্ভাগ্যবশত, ফেরারি গাড়িটিতে আগুন লেগে যায়। ফলে ভেতরে থাকা এক দম্পতি প্রাণ হারায়। তাদের একজনের নাম মেলিসা ক্রাউতলি (63), অন্যজনের নাম মার্কাস ক্রাউতলি (67)। তারা দুজনেই সুইজারল্যান্ডের নাগরিক। এখানকার একটি গাড়িতে ছিলেন গায়ত্রী যোশী ও তার স্বামী।
২০০৪ সালে ‘স্বদেশ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন গায়ত্রী। এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এ সিনেমা মুক্তির পর অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। ২০০৫ সালে বিকাশ ওবেরয়কে বিয়ে করে সংসারী হন এই অভিনেত্রী।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.