সাজপোশাক নিয়ে সমালোচনা ছাড়াও নিত্যদিন চর্চায় থকেন উরফি জাভেদ। তবে এবার চর্চায় এসেছেন ভিন্ন কারণে। গুঞ্জন উঠছে বিয়ের পিঁড়িতে বসেছেন উরফি। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে উরফির দুইটি ছবি। ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, একজন পুরুষের হাতে হাত রেখে পূজা করছেন উরফি। তবে কোনো ছবিতেই ওই পুরুষের মুখ দেখা যাচ্ছে না। একটিতে ভালোবাসার ইমোজি দিয়ে ঢাকা তার মুখ। আর অন্যটি ঘোলা করা।
ছবিতে আরও দেখা যায়, উরফি ও তার সঙ্গীর সামনে আগুন জ্বলছে। চারপাশে ছড়ানো ফুল। ছবি থেকে এটি স্পষ্ট, একসঙ্গে কোনো পূজা করছেন তারা। সাধারণত বিয়ের আগে ‘রোকা’ অনুষ্ঠানের ক্ষেত্রে এমন পূজার প্রচলন আছে।
এ সময় উরফি গাঢ় নীল রঙের একটি সালোয়ার কামিজ পরেছিলেন। মাথায় ওড়না। খুব কমই এমন পোশাকে দেখা যায় উরফিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখে নেটিজেনদের মনে প্রশ্ন- তবে কি জীবনের নতুন অধ্যায় শুরু করছেন উরফি? তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি বিতর্কিত এ অভিনেত্রী।
উরফি জাভেদ বিগ ‘বস ওটিটিতে’ অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেছে। তবে এর আগে থেকেই তিনি টেলিভিশনে শো করেছেন। উরফি ফ্যাশনেবল এবং সাহসী পোশাকের জন্য বেশ পরিচিত। যদিও এ ধরনের পোশাকের জন্য প্রায়ই ট্রল হন তিনি। সূত্র: সংবাদ প্রতিদিন
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.