বলিউড অভিনেতা রণবীর কাপুরকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার (৪ অক্টোবর) মহাদেব অনলাইন বেটিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রণবীর কাপুরকে সমন পাঠিয়েছে ইডি। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে।
ইডি সূত্রে খবর, সাক্ষী হিসেবে রণবীর কাপুরের বয়ান রেকর্ড করবেন তারা। এজন্য ৬ অক্টোবর তাকে ইডি অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মহাদেব বুক অ্যাপ একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়েছেন রণবীর। প্রচারের জন্য মোটা অঙ্কের অর্থ নিয়েছেন রণবীর। এ প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ অর্থ পাচারের অভিযোগের ভিত্তিতে ইডি এবং পুলিশ তদন্ত করছে।
চলতি বছরে সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের কর্ণধার সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারি মাসে বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক তারকা। সেই সময়ে এই অ্যাপের সাকসেস পার্টিরও আয়োজন করা হয়। সেই পার্টিতেও আর্থিক লেনদেন হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখতে চায় ইডি। রণবীর ছাড়াও বলিউডের আরো বেশ কজন তারকা অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী ইডির নজরে রয়েছেন।
আনুমানিক ৫ হাজার কোটি রুপি দুর্নীতি মামলার মূল কেন্দ্র সংযুক্ত আরব আমিরশাহি। সেখানেই মহাদেব অনলাইন বুকিং অ্যাপের হেডকোয়াটার। মহাদেব অনলাইন গেমিং অ্যাপের কর্ণধার সৌরভ চন্দ্রকর একজন ফলের রস বিক্রেতা ছিলেন। করোনার পর সৌরভ তার ডানা মেলে। এখন ইডির ওয়ান্টেড লিস্টে রয়েছেন সৌরভ ও তার সহযোগী রাজ গুপ্তা।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.