দীর্ঘ ৯ বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান খান ও অরিজিৎ সিংয়ের। বিরোধ ভুলে সালমান খানের বাড়িতে হাজির হলেন জনপ্রিয় এই গায়ক। বুধবার (৪ অক্টোবর) রাতে সালমানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যান অরিজিৎ।
সালমান খানের বাড়িতে অরিজিতের প্রবেশের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এ দৃশ্য দেখে বিস্মিত নেটিজেনরা। তারপর থেকে বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়।
একজন লিখেছেন, ‘এমনটা তো আশাই করিনি।’ আরেকজন লিখেছেন, ‘সালমান খানের বাড়িতে অরিজিৎ সিং। কী ঘটতে যাচ্ছে?’ অন্যজন লিখেছেন, ‘সালমান খানের পরবর্তী সিনেমার গানের অংশ হতে যাচ্ছেন অরিজিৎ। এজন্য তাদের এই বৈঠক।’ যদিও এ বিষয়ে এখনো মুখ খুলেননি সালমান কিংবা অরিজিৎ।
২০১৪ সালে এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সালমানের সঙ্গে অরিজিতের ঝামেলার সূত্রপাত। অনুষ্ঠানটি সালমানের সঙ্গে সঞ্চালনা করছিলেন রীতেশ দেশমুখ। অরিজিতের ক্যারিয়ার তখন গোড়ার দিকে। একটি গানের সম্পাদনার কাজ নিয়ে কলকাতায় ব্যস্ত ছিলেন তিনি। টানা ১২-১৩ ঘণ্টা কাজের পর মুম্বাই উড়ে যান অরিজিৎ। হোটেলে না গিয়েই সোজা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছান।
পুরস্কার নিতে অরিজিৎ যখন মঞ্চে যান, তখন তার পায়ে ছিল চপ্পল, পরনে ছিল ক্যাজুয়াল শার্ট। ঘুম চোখে মঞ্চে উঠার পর সালমান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, ‘ঘুমিয়ে গিয়েছিলে?’ জবাবে অরিজিত মজা করে বলে বসেন, ‘কী করব, আপনারা ঘুম পাড়িয়ে দিলেন।’ অরিজিতের এ জবাব সহজভাবে নেননি সালমান। বরং তার মনে হয়েছিল অরিজিৎ তার সঞ্চালনা নিয়ে বাঁকা জবাব দিয়েছেন। আর তাতেই অসম্মানিত বোধ করেছিলেন ‘দাবাং’খ্যাত সালমান।
এমনকী সেদিন ক্যামেরার সামনেও সেই অভিব্যক্তি লুকিয়ে রাখেননি ভাইজান। সালমান পাল্টা বলেছিলেন, ‘এ রকম গান গাইলে লোকে ঘুমিয়েই যাবে।’ এ ঘটনার পর থেকে সালমান-অরিজিতের মাঝে তৈরি হয় দূরত্ব। যদিও বিষয়টি নিয়ে সালমানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। কিন্তু তাতে মন গলেনি সালমানের; অবশেষে পুরোনা সেই দ্বন্দ্বের অবসান হলো!
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.