সালমান বলেন, প্রেমিকারা প্রথমে ‘জান’ বলে ভালোবাসা দেখায়। তারপর প্রাণ ধ্বংস করে দেয়। তারপর ভালোবাসা শেষ হয়ে যায়। আবার অন্য কারও জীবনে গিয়ে তার প্রাণ ওষ্ঠাগত করে দেয়
বলিউডের “ব্যাচেলর বয়” সুপারস্টার সালমান খানের প্রেম ও বিয়ে নিয়ে তুমুল আগ্রহ রয়েছে অনুরাগীদের। বলিউড সুলতানের ব্যাপারে ভক্তদের অভিযোগ, তিনি বারবার প্রেমে পড়েন কিন্তু বিয়ে করতে চান। এমনকি সন্তানের বাবা হওয়ার ইচ্ছেও পোষণ করেছেন। তবে বিয়ে না করেই। এদিক থেকে অনেকে বলছেন, ভাইজানের বোধহয় সংসারভীতি বা নারীভীতি রয়েছে।
এবার তিনি প্রেমিকাদের নিয়ে বিরূপ মন্তব্য করে বসলেন। বললেন, প্রেমিকারা আমাকে নষ্ট করেছে। তারা ভালোবাসতে এসে আমাকে ধ্বংস করেছে।
সম্প্রতি “দা কপিল শর্মা শো”তে আসন্ন ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি “কিসি কা ভাই কিসি কি জান”র প্রচারে গিয়ে এ মন্তব্য করেন। নারীরা তার জীবনকে কীভাবে অতিষ্ঠ করেছে- সে বিষয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি।
শোতে কপিল শর্মা সালমানকে জিজ্ঞেস করেন, তিনি কাউকে তার প্রিয় মানুষের আসন দিয়েছেন কিনা।
উত্তরে সালমান বলেন, “জান” বলার অধিকার তিনি কাউকে দেননি। কারণ প্রেমিকারা জীবন শেষ করে দিতেই জীবনে আসে। প্রথমে “জান” বলে ভালোবাসা দেখায়। তারপর প্রাণ ধ্বংস করে দেয়। তারপর ভালোবাসা শেষ হয়ে যায়। আবার অন্য কারও জীবনে গিয়ে তার প্রাণ ওষ্ঠাগত করে দেয়।
সালমানের এমন বক্তব্যে নারীদের অবমাননা করা হয়েছে বলে কেউ কেউ অভিযোগ তুলেছেন। কেউ কেউ আবার সালমানের বক্তব্যের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। ওই শো”র প্রমোতে একজন অনলাইন ব্যবহারকারী লিখেছেন, নারীর যত্ন কীভাবে নিতে হয় তা পুরুষকে জানতে হয়। তা না হলে ভালোবাসা হয়ে ওঠে।
সালমানের রঙিন জীবনের অনেক গল্পই বর্তমানে সামাজিক মাধ্যমে বহুলচর্চিত। এর মধ্যে প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্য রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফকে নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি হয়। এছাড়া আসন্ন মুক্তি পেতে যাওয়া সিনেমা “কিসি কা ভাই কিসি কি জান”র নায়িকা পূজা হেগড়ের সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক নিয়েও বেশ কয়েক বছর ধরে গুঞ্জন চলছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.