অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।
এ বিষয়ে পরীমণি বলেন, ‘হঠাৎ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। সবাই দোয়া করবেন।’
হাসপাতালে পরীমণির সঙ্গে তার ছেলে রাজ্য রয়েছে। একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমণি। তার বাঁ হাতে স্যালাইন চলছে। ছোট্ট রাজ্য তার পাশে বসে ক্যানোলা লাগানো স্থানে ফুঁ দিচ্ছেন।
এ ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন— ‘আমার জীবনের শান্তি! আমি তোমার মতো বাজান পেয়ে ধন্য। আলহামদুলিল্লাহ।’
মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন পরীমণি। ‘ডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরেন তিনি। গত ৮ অক্টোবর দীর্ঘ দুই বছর পর লাইট ক্যামেরার মুখামুখী হন এই অভিনেত্রী। এর কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।