ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত সিনেমা ‘বলী’ (দ্য রেসলার)। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে এটি। শুক্রবার (১৩ অক্টোবর) উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়।
বুসান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। নিউ কারেন্টস বিভাগে দুটি সিনেমাকে এ পুরস্কার দেওয়া হয়। ‘বলী’ ছাড়া এ বিভাগে পুরস্কার জিতেছে জাপানের মোরি তাতসুয়ার ‘সেপ্টেম্বর ১৯২৩’। পুরস্কার হিসেবে দুটো সিনেমাই পাচ্ছে ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ৭ হাজার টাকার বেশি।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এশিয়ার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়। এ উৎসবে আলোচনায় থাকে প্রতিযোগিতামূলক শাখা নিউ কারেন্টস বিভাগ। প্রথম ও দ্বিতীয় সিনেমার নির্মাতারা এই শাখায় সিনেমা জমা দেওয়ার সুযোগ পান। এর মধ্য দিয়ে উৎসবে এশিয়ার তরুণ নির্মাতাদের আলাদা জায়গা করে দেওয়া হয়। যার জন্য এ উৎসব আলাদা ও বৈচিত্র্যপূর্ণ। প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সিনেমা এ পুরস্কার লাভ করলো।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘বলী’(দ্য রেসলার)। সিনেমাটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে।