প্রত্যেক মেয়ের মধ্যেই একজন শেখ হাসিনা আছে বলে মন্তব্য করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এই অভিনেত্রী বলেন, ‘যদি আর কোনোদিন অভিনয় নাও করি, তাহলেও আক্ষেপ থাকবে না। প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয়ের যে সুযোগ পেয়েছি, এটা আমার অনেক বড় প্রাপ্তি।’
মুজিব:একটি জাতির রূপকার’ মুক্তি পেল গতকাল শুক্রবার (১৩ই অক্টোবর)। সিনেমাটির কাহিনী এবং ইতিহাস সম্পর্কে বিভিন্ন প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
তিনি বলেন,‘মুজিব:একটি জাতির রূপকার’সিনেমাটিতে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা অধ্যায়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি দেশের জন্ম কিভাবে হলো? আছে শেখ হাসিনার ঘটনাবহুল জীবন। তাঁর চরিত্র পর্দায় তুলে ধরাও কম চ্যালেঞ্জিং নয়। এক সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘যা করবে মন থেকে করবে, তাহলেই প্রত্যাশা পূরণ হবে।’
যে সময়টা ছবিতে তুলে ধরা হয়েছে, সেখানে আজকের প্রধানমন্ত্রীর সঙ্গে তখনকার শেখ হাসিনাকে মেলানো যাবে না। একটি পরিবারের সাধারণ মেয়ের মতোই ছিল তাঁর জীবনযাপন।