কয়েক দিন আগে ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। যদিও এটি ডিপফেক ভিডিও। কিন্তু আপাতদৃষ্টিতে তা বোঝা কঠিন। এবার একই জটিলতায় পড়লেন বলিউড অভিনেত্রী কাজল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্যামেরার সামনে কাজল পোশাক বদলাচ্ছেন। কয়েক দিন আগে কাজলের এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। রাশমিকার মতো এ ভিডিও দেখেও বোঝার উপায় নেই এই নারী কাজল নন।
ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম বুমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভিডিওটি আসলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের রোজি ব্রীনের। গত ৫ জুন ‘গেট রেডি উইথ মি’ ট্রেন্ডের সময় তিনি টিকটকে ভিডিওটি পোস্ট করেছিলেন। রোজির শরীরে কাজলের মুখ বসানো হয়েছে।
ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটগুলো দাবি করেছে, এসব ভিডিও এআই-এর সাহায্যে পরিবর্তন করা হয়। এ ধরনের টুল ব্যবহার করে, অন্য কারো মুখ ভিডিওতে বসানো যায়। এতে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকে এগুলোকে সত্যিকারের ভিডিও মনে করেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.