আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। এদিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২ হাজার ৭৪১ জন। এতে অংশ নিয়েছে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল। ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে লড়তে চান মোট ২৫ প্রার্থী।
মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর-হরিরামপুর ও সদরের একাংশ) মনোনয়নপত্র দাখিল করেছেন মমতাজ বেগম। এই আসনে মমতাজের সঙ্গে লড়তে চান ১৪ প্রার্থী।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসনে তার সঙ্গে আরও ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু পাননি। শেষমেশ তিনি তার নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তানোরে শুধু মাহির নানাবাড়িই নয়, এখানেই তার জন্ম ও বেড়ে ওঠা।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.