ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় ইতোমধ্যেই ইডির জেরার মুখে পড়েন বসিরহাটের সংসদ সদস্য ও টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। এ মামলায় সোমবার শুনানির দিন ধার্য ছিল আলিপুর জজকোর্টে।
আদালতে হাজিরা দেওয়ার আবেদনের শুনানি হয় এদিন। তবে আদালতের পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ আসেনি। নুসরাতকে হাজিরা দিতে হবে কিনা সেটা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানাননি বিচারক। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২২ ডিসেম্বর।
হিন্দুস্তান টাইমসের অনলাইনে বলা হয়েছে, সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার অধিকর্তা তথা ডিরেক্টর ছিলেন নুসরাত। ২০১৪ সালে সংস্থাটি ৪২৯ জনের কাছ থেকে ৫ লাখ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল ৩ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার নাম করে।
কিন্তু ৯ বছর পেরিয়ে গেলেও কেউ ফ্ল্যাট হাতে পাননি। না হাতে পেয়েছে টাকা। নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীদের টাকা মেরে তিনি নিজের ফ্ল্যাট কিনেছেন। এরপর বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা প্রতারণার শিকার হওয়াদের নিয়ে ইডি দপ্তরে নালিশ জানিয়ে এসেছিলেন গত সেপ্টেম্বর মাসে।
তারপর থেকেই এ মামলায় সক্রিয় ইডি। নায়িকাকে জেরাও করেছে সংস্থাটি। তদন্তকারীরা নুসরাতের কাছে থাকা বেশকিছু নথি তলব করেছিল। গত ১২ সেপ্টেম্বর নুসরাত জাহানকে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে দীর্ঘ জেরা করেন ইডির গোয়েন্দারা। ইডির পালটা অভিযোগ, নুসরাত পুরো তথ্য দেননি। যদিও নায়িকার দাবি- ‘সত্য সামনে আসবেই’।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.