মডেল ও অভিনেত্রী সোহানা সাবা। ছোট পর্দা, ওটিটি ও বড় পর্দায় অভিনয় অভিনয় করছেন সমান তালে। কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। সর্বশেষ তার অভিনীত নতুন সিনেমা ‘অসম্ভব’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন অরুণা বিশ্বাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় সাবা। প্রায়ই তার নানা ছবি দর্শকদের নজর কাড়ে। নতুন বছরের প্রথম দিনই জলে ভেজা সোহানা সাবা নিজেকে নতুন করে চেনালেন। স্নানরত সোহানা সাবা নেটিজেনদের নজর কেড়েছেন। ফেসবুকে বেশ কিছু স্নানরত ছবি পোস্ট করেছেন।
ক্যাপশনে লিখেছেন, ‘হে হিম হে অর্ণব হে সমীরণ, হে অসঙ্গত হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে, লয়ে যাও মোরে সুন্দর সন।’
এদিকে, সাবা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমনটা শোনা যাচ্ছিল। পরে অবশ্য নিজেই স্বীকার করে বলেছেন, সত্যি। আমি একজনকে ভালোবাসি। তিনিও আমাকে ভালোবাসেন। সিরিয়াস রিলেশনে আছি। সময় হলে সব জানা যাবে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.