ভারতে পাঞ্জাবের মোহালির চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে এক ছাত্রীর গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। এমনকি হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত ছাত্রীকে।
পুলিশ জানায়, যে শিক্ষার্থী গোসলের ভিডিও করে তার বয়ফ্রেন্ডকে দিয়েছিল তাদের দুইজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত শিমলার এক বাসিন্দাকেও আটক করা হয়েছে।
গোসলের ভিডিও ছড়িয়ে পড়ার প্রতিবাদে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
ছাত্রীদের গোসলের ভিডিও বন্ধুকে দিয়েছিলেন আরেক ছাত্রী!
শনিবার গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। পরিস্থিতি শান্ত করতে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মহালির পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত ছাত্রীর মোবাইল থেকে গোসলের ৪টি ভিডিও উদ্ধার করা হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে, মেয়েদের হোস্টেলের গোসলখানা থেকে বিভিন্ন মেয়েদের অন্তত ৬০টি ভিডিও ধারণ করেছিলেন ওই ছাত্রী। যদিও এর কোনো সত্যতা পায়নি পুলিশ। এমনকি এই ঘটনার জেরে কোনো শিক্ষার্থী আত্মহত্যা করার চেষ্টা করেনি বলেও দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.