ঢাকাই সিনেমার নায়িকা অধরা খান। গতকাল ছিল তার হবু বরের জন্মদিন। বিশেষ দিনে প্রিয় মানুষটিকে পরিচয় করালেন এই অভিনেত্রী।
অধরা খান তার অফিশিয়াল ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন অধরা। তাতে দেখা যায়, অধরার গালে চুম্বন করছেন এক যুবক। আর ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি বার্থডে মাই বেবি।’ এরপরই যুবকের পরিচয় জানতে চেয়ে প্রশ্ন করতে থাকেন নেটিজেনরা। কেউ কেউ তাকে অভিনন্দন জানান।
ভক্ত-অনুরাগীদের কৌতূহলী প্রশ্নের উত্তর এ পোস্টে দেননি অধরা খান। পরে গণমাধ্যমকে এই অভিনেত্রী জানান, ছবির যুবকটি তার হবু বর। ২০১৩ সালে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।
অধরা খান বলেন, ‘তার নাম ফয়সাল। পারিবারিকভাবে আমরা পরস্পরকে চিনি। এভাবেই আমাদের সম্পর্ক গড়ে উঠে। সে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কানাডায় থাকে। তা ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কাজ করছে। নেটওয়ার্কিং নিয়ে ফয়সালের লেখা একাধিক বই রয়েছে।’
কবে নাগাদ বিয়ে করছেন? এ প্রশ্নের উত্তরে অধরা খান বলেন, ‘এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি।’
ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের নায়িকা অধরা খান। প্রায় সাত বছর আগে বড় পর্দায় নাম লেখান তিনি। এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় ও আবেদনময়ী লুকের কারণে তাকে নিয়ে আশাবাদী চলচ্চিত্র নির্মাতারা। চলচ্চিত্রই অধরার ধ্যান-জ্ঞান।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.