পাকিস্তানে দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সাকিব আল হাসান। তবে মাঠে কিংবা মাঠের বাইরে, বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তাকে। এরইমাঝে গতকাল বুধবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ক্লিপ। যেখানে তার সঙ্গে দেখা গিয়েছে বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালকে।
এ নিয়ে রাতভর চলেছে নানা আলোচনা-সমালোচনা। ঘটনা এতদূর গড়িয়েছে যে, শেষমেশ স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব আল হাসানের বেশকটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে সাকিবের সাথে নাফিসা কামালকে একটি হোটেলে দেখা যায়।
এ নিয়ে বৃহস্পতিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে শিশির লেখেন, আপনার হয়তো তার (সাকিব আল হাসান) ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক-স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা।
সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল; আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।
নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরের মন্তব্য, আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি; আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম, সে এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই।
আর আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর একটি পরিবার আছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও নিয়ে শিশিরের বক্তব্য, যারাই এমন করছেন, তাদের প্রতি আমি বলতে চাই- এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। আমি চুপ থাকতে চাই, কারণ সত্যটা আমার ভেতরেই আছে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে নজর দেয়ার সময়; আর আমি আমার পরিবারের দিকে নজর দেবো। আমরা সবসময়ই টিম হয়ে ছিলাম, আর তেমনই থাকব ইনশাআল্লাহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের সঙ্গে থাকা বেশ কিছু ছবি মুছে ফেলা নিয়ে শিশিরের জবাব, আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাইভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.