২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে নায়িকা চরিত্রে অভিষেক হয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। চলচ্চিত্রে পা রেখেই প্রেমের সম্পর্কে জড়ান রাজিব বিশ্বাসের সঙ্গে। রাজিব তখন চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে কাজ করেন। একদিকে শ্রাবন্তী যেমন নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাননি, তেমনি রাজিব বিশ্বাসও পরিচালক হিসেবে নিজের জায়গা গড়তে পারেননি।
ক্যারিয়ারের শুরুতেই অর্থাৎ ২০০৩ সালে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন এই প্রেমিক যুগল। বিয়ের পর দক্ষিণ কলকাতার বিজয়গড়ে বসবাস করতে থাকেন তারা। এ সময় পাড়ার টিউবয়েল থেকে ব্যবহারের পানি পর্যন্ত শ্রাবন্তী-ই বয়ে আনতেন। কারণ নিজেদের অর্থনৈতিক অবস্থা তখন অতটা সচ্ছল ছিল না। ধীরে ধীরে নিজেদের ক্যারিয়ার দাঁড় করান দুজনেই। ভাড়া বাসা থেকে বিজয়গড়ে ফ্ল্যাট কিনেন রাজিব। তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু (ঝিনুক)। এরপর জল অনেক গড়িয়েছে ভেঙে গেছে ভালোবাসার এই সংসার!
রাজিব বিশ্বাস নির্মাণ কাজ নিয়েই অধিক ব্যস্ত। প্রাক্তন স্ত্রী বছরজুড়ে নানা কারণে আলোচনায় থাকেন। কিন্তু তাকে নিয়ে টুঁ-শব্দ করতে দেখা যায় না রাজিবকে। বহুদিন পর শ্রাবন্তী ও পুত্র অভিমন্যুকে নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন রাজিব।
এ আলাপচারিতায় টেনে আনায় হয় শ্রাবন্তী-রাজিবের অতীত। জানতে চাওয়া হয়- শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদ ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলেছিল? জবাবে রাজীব বিশ্বাস বলেন ‘‘কাজের ক্ষেত্রে খুব প্রভাব পড়েনি। মৌখিকভাবে ছাড়াছাড়ির পরও আমরা ‘বিন্দাস’ করেছি। টলিউডের বাকি নায়িকাদের তুলনায় শ্রাবন্তী অনেকটা এগিয়ে। আমি ওর সঙ্গে আবারো কাজ করতে চাই।’’
ছেলে অভিমন্যু এখন বড় হয়েছে। সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। বাবা-ছেলের সম্পর্ক কেমন? উত্তরে রাজীব বিশ্বাস বলেন—‘আমাদের মাঝে খুবই ভালো সম্পর্ক। শনি-রবিবারের ছুটিতে যখন ও আমার কাছে আসে সিনেমা নিয়ে আলোচনা হয়। বলেছি, ধারাবাহিকে আমার সঙ্গে কাজ করিস না। কারণ সারা দিনের পরিশ্রম তুই নিতে পারবি না। আমি সিনেমা তৈরি করলে আমাকে অ্যাসিস্ট করিস।’
শ্রাবন্তী-রাজিবের পুত্র অভিন্যু দামিনি ঘোষ নামে এক মডেলের সঙ্গে প্রেম করছেন। এ নিয়ে মাঝে মধ্যে আলোচনায় উঠে আসেন অভিমন্যু। ছেলের প্রেম নিয়ে রাজিব বিশ্বাস বলেন, ‘হ্যাঁ, দেখেছি চর্চা হয়। ওদের ব্যক্তিগত বিষয়ে আমি কী বলব! তা ছাড়া প্রেমের বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলার সাহসও নেই ঝিনুকের। ওর মা আছে, বুঝবে এই সব।’
রাজিবের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর আরো দু’বার বিয়ে করেন শ্রাবন্তী। সর্বশেষ সংসারও ভাঙার পথে। আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন শ্রাবন্তী। শুধু তাই নয়, এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি।
অন্যদিকে, রাজিব বিশ্বাস আর বিয়ে করেননি।
স্বনামধন্য এই পরিচালকের কাজের ঝুড়িতে রয়েছে অসংখ্য হিট ছবি। তবে ২০১৮ সালের পর তার আর কোনো পরিচালিত ছবি দর্শকরা দেখতে পাননি। বর্তমানে তিনি ছবি নন, ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার ধারাবাহিক ‘আলোর ঠিকানা’নিয়ে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.