ভারতের দক্ষিণী সিনেমা জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। তাকে ভক্তরা ভালোবেসে বলেন ‘জাতীয় ক্রাশ’। তার উচ্ছল হাসি আর মায়াবী চাহনিতে ডুবে যায় ভক্তদের ভাবনার নৌকা। দক্ষিণী সিনেমা থেকে জনপ্রিয়তা পেয়ে এখন কাজ করছেন বলিউডে।
‘গুডবাই’ নামের সিনেমা দিয়ে মুম্বাই সিনে জগতে অভিষেক হচ্ছে রাশ্মিকার। যেখানে তিনি অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও নীনা গুপ্তের মতো নন্দিত তারকার সঙ্গে। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে এবং দর্শকের প্রশংসা পেয়েছে।
বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত রাশমিকা। এর অংশ হিসেবে নজরকাড়া পোশাকে রূপের আবেদন জাহির করেছেন ক্যামেরায়। সেই ছবি ঘুম কেড়েছে ভক্তদের। ছবিতে রাশ্মিকাকে দেখা গেলো, সাদার ওপর নকশা করা শর্ট টপ ও লাল রঙের প্যান্টে। রাশমিকার এই স্বল্প বসনার দামে কিন্তু রয়েছে চমক। শিবান অ্যান্ড নরেশ-এর নকশা করা পোশাকটির মূল্য ৬৪ হাজার ৯০০ রুপি!
ইনস্টাগ্রামে রাশ্মিকা ছবিগুলো পোস্ট করেছেন। সেখানে হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা। ২১ লাখের বেশি রিঅ্যাকশন আর হাজারো মন্তব্যে অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তারা।
‘গুডবাই’ সিনেমাটি নির্মাণ করেছেন বিকাশ বহেল। একতা কাপুর প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন সুনীল গ্রোভার, আশিষ বিদ্যার্থী, এলি আব্রাম প্রমুখ। আগামী ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এদিকে রাশ্মিকার হাতে রয়েছে আরও কয়েকটি বড় প্রজেক্ট। এর মধ্যে হিন্দিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে করছেন ‘মিশন মজনু’ এবং রণবীর কাপুরের সঙ্গে ‘আনিমেল’। অন্যদিকে ‘বারিসু’ নামের একটি তামিল এবং সাড়া জাগানো তেলুগু সিনেমা ‘পুষ্পা’র দ্বিতীয় খণ্ডের কাজও রয়েছে অভিনেত্রীর হাতে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.