বিএনপি থেকে বহিষ্কার মোকাররম হোসেন রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন। এর কিছুক্ষণ পরই জানতে পারেন তিনি আর চেয়ারম্যান নন।
সোমবার (১৯ আগস্ট) সকালে শপথ নেন তিনি। তবে চেয়ারম্যানের চেয়ারে আর বসা হয়নি তার।
জানা গেছে, মোকাররম হোসেন আজ বেলা ১১টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চেয়ারম্যান হিসেবে শপথ নেন। এরপর গঙ্গাচড়া উপজেলা পরিষদে পৌঁছানোর আগেই জানতে পারেন, সরকারি এক প্রজ্ঞাপনে দেশের ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হয়। এর মধ্যে তার গঙ্গাচড়া উপজেলা পরিষদও রয়েছে।
এ বিষয়ে মোকাররম হোসেন গণমাধ্যমকে বলেন, শপথ নিয়ে কয়েক ঘণ্টার জন্য তো চেয়ারম্যান হয়েছি।
প্রসঙ্গত, মোকাররম হোসেন রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করে বিএনপি। এরপরও তিনি নির্বাচনের মাঠে আওয়ামী লীগ নেতাকে পরাজিত করে জয়ী হন। কিন্তু পরাজিত প্রার্থী আদালতে মামলা করায় আটকে যায় শপথ। আইনি লড়াই শেষে নির্বাচনে জয়ের ৮২ দিন পর সোমবার সকালে শপথ নেন তিনি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.