সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং র্যাবের সাবেক মুখপাত্র রিয়ার এডমিরাল (অব) এম সোহায়েলকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে রাজধানীতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গুলশানের বাসা থেকে তাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। অপর একটি দল রামপুরা বনশ্রী এলাকা থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে গ্রেপ্তার করে।
এছাড়া, বনানী থেকে সোহায়েলকে গ্রেপ্তার করা হয়। ৩ জনকে রাতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়েছে গোয়েন্দারা। বুধবার (২১ আগস্ট) তাদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি ১৯৯৬ সালে একই আসন থেকে এমপি হয়েছিলেন। ২০০৯ সালে শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।