গ্রামীণফোন তার ফেসবুক ভেরিফায়েড পেজে জানিয়েছে, আমাদের নেটওয়ার্ক টিম ২৪ ঘণ্টা তৎপর আছে বন্যাকবলিত যেকোনো সমস্যা মোকাবেলায়। দুর্যোগের এই সময়ে বন্যাকবলিত অঞ্চলের পাশে দাঁড়াই আমরা সবাই। পাশে আছি আমরা সবাই।
ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি ৩ দিন মেয়াদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন। ফ্রি এই মিনিট ও ইন্টারনেট পেতে গ্রাহককে *১২১*৫০৫০# এ ডায়াল করতে হবে বলে জানানো হয়েছে। ৩ দিন মেয়াদে এই ফ্রি সেবা দেবে গ্রামীণফোন।
গ্রামীণফোনের ওই পোস্টে এইচ এম রায়হান রাফি নামের একজন কমেন্টে লিখেছেন, অনেক সুন্দর প্রস্তুতি, কমপক্ষে বিপদের সময় তো একজোঠ হওয়া উচিত আমাদের। পারভেজ আহমেদ আহমেদ বিরুপ মন্তব্য করে লিখেছেন, “দিলো না তো, আমি হবিগঞ্জ এর বাহুবল থানায় আছি।”
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.