বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সমস্ত পদ স্থগিত করেছে বিএনপি।
আজ বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কবির ভূঁইয়া নামের এক ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কৃষক দল নেতা শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘আমি নগরকান্দায় আমার বাড়িতে যাচ্ছিলাম। কিন্তু তারা আমাকে বাড়িতে যেতে দেবে না। আমার পথে বাঁধা দেয়। দেশীয় অস্ত্র নিয়ে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আমার নেতাকর্মীদের ওপর গুলি ছুঁড়ে। আমার অনেক নেতাকর্মী আহত হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’
ফরিদপুর নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’
এরপর বুধবারসন্ধ্যার দিকে এক বিবৃতিতে শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুলের সমস্ত পদ স্থগিত করার কথা জানায় বিএনপি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.