জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গত ১৭ আগস্ট কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা বন্যার্তদের দান করেছে মসজিদ কমিটি। তবে, তথ্যটি সঠিক নয়।
শনিবার (২৪ আগস্ট) মসজিদ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তথ্যটি গুজব বলে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পাগলা মসজিদ কমিটির কাছে বন্যার্তদের জন্য সাহায্য চেয়ে কেউ আবেদন করেনি। এ বিষয়ে আমাদের কোনো সভা হয়নি। মসজিদটি যেহেতু ওয়াকফকৃত সম্পত্তি, সেহেতু দানের টাকা ব্যয় করতে গেলে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যয় করতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিষয়টির কোনো সত্যতা নেই।’
https://inews.zoombangla.com/chad-a-tob-a-dragon-ae/
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও সারজিস আলমের নামের যেসব পেজ থেকে তথ্যটি ভাইরাল হয়। অনুসন্ধান করে দেখা গেছে ওই পেজগুলোও ভুয়া। তিন সমন্বয়কের ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে এসব পেজ খোলা হয়েছে।