লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
এলডিপি’র দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আজ ৩১ আগস্ট বিকাল ৫টায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এর নেতৃতে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় অংশ গ্রহণ করেন।’
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উক্ত আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনভাবে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ’র বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির গোপনে ভিডিও রেকর্ড করেন। যাহা গর্হিত অপরাধ। তাহার এই অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষনিকভাবে তাহাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এছাড়াও কেন তাহাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা, এই মর্মে আগামী ৭ কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.