বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর আন্ধেরির ফ্ল্যাট ৬ কোটি টাকায় বিক্রি করেছেন সঙ্গীত পরিচালক ডাবু মালিক এবং স্ত্রী জ্যোতি মালিকের কাছে। তারা গায়ক ও সুরকার আরমান মালিক এবং আমাল মালিকের বাবা-মা। এই চুক্তিটি আগস্ট মাসে হয়েছিল।
জেপকে ডটকমের মাধ্যমে অনুমোদন করা নথি অনুসারে, উল্লেখিত সম্পত্তিটি আন্ধেরির পশ্চিমে ট্রান্সকন ট্রায়াম্ফ টাওয়ার ১-এ অবস্থিত।
ফ্ল্যাটটি ১২৮১ বর্গ ফুট কার্পেট এলাকা ও ৫৯ বর্গ ফুট বারান্দার।
অক্ষয় কুমার এই সম্পত্তিটি ২০১৭ সালের নভেম্বরে ৪ কোটি ১২ লক্ষ টাকায় কিনেছিলেন। তিনি ২০১৭ সালে একই প্রকল্পে চারটি সম্পত্তিতে ১৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।
অক্ষয় কুমার সম্পত্তি ক্রয়ে একজন সক্রিয় বিনিয়োগকারী। আন্ধেরি পশ্চিমে ভারত আর্ক, আন্ধেরির ইস্ট ‘জেভিএলআর’ এর ওবেরয় প্রিজমা, জুহুতে পিরোজা কোর্ট, আন্ধেরি পশ্চিমে ওবেরয় স্প্রিং, জুহুতে প্রাইম বিচের মতো মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় তিনি একাধিক সম্পত্তি ক্রয়, বিক্রয় এবং ভাড়ার লেনদেন করেন। বোরিভিলি ইস্টে ওবেরয় স্কাই সিটি, মুলুন্ড পশ্চিমে ওবেরয় এনিগমা, মুলুন্ড পশ্চিমে ওবেরয় ইটারনিয়া এবং ওবেরয় ৩৬০ পশ্চিমেও তাঁর সম্পত্তি রয়েছে। তিনি ভারতের একজন সর্বোচ্চ করদাতা হিসেবেও সুপরিচিত।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.