নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন ঘাতক স্বামী। এ সময় কুপিয়ে গুরুতর জখম করে ৫ বছরে শিশু সন্তান জান্নাতকেও। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার তেতলাবো এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক ঘাতক স্বামী নুরুজ্জামান আনিছ।
নিহত রোকসানা (৩০) বেগম বরগুনা জেলার আমতলী থানাধীন তারিকাটা এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ৯ বছর আগে বরিশাল সদর এলাকার নুরুজ্জামান আনিছের সঙ্গে বিয়ে হয় রোকসানার। তাদের উভয়ের এটা দ্বিতীয় বিয়ে। তারা রূপগঞ্জের তেতলাবো এলাকার জাহাঙ্গীরের বাসার ভাড়াটিয়া ছিলেন। নুরুজ্জমান স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। কিছুদিন ধরে স্ত্রী রোকসানা মোবাইল ফোনে পরকীয়া প্রেমে আসক্ত হয়েছে এমন সন্দেহ করে আসছে স্বামী নুরুজ্জামান।
এনিয়ে গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এদিকে এর জের ধরে শনিবার ভোর ৫টার দিকে ধারাল অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে রোকসানাকে। এ সময় তাদের ৫ বছরের কন্যা শিশু জান্নাতকেও কুপিয়ে জখম করে। হত্যার পর ঘাতক নুরুজ্জামান নিহতের ছোট ভাই হাসানকে মোবাইলে ফোন করে জানান তার বোন হঠাৎ অসুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি বাসায় আসতে বলেন। পরে ছোট ভাই হাসানসহ আশেপাশের লোকজন এসে ঘরের ভিতর মেঝেতে রোকসানার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। লাশের পাশে গুরুতর জখম শিশুকে তারা দেখতে পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় বলে ওসি জানান।
সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এদিকে ঘটনার পর থেকেই পলাতক নুরুজ্জামান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.