আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র চতুর্থ মৌসুমে প্রচারিত কয়েকটি সংলাপ নিয়ে দর্শকদের মধ্যে আপত্তি দেখা দিয়েছে। অনেকেই এ নিয়ে সমালোচনাও করেছেন।
এমন পরিস্থিতিতে ধারাবাহিকটির কয়েকটি পর্ব ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ধ্রুব টিভি।
চর্চিত এই সংলাপটি নিয়ে একটি ফেসবুক বার্তা শেয়ার করেছে নাটকটির ডিজিটাল প্ল্যাটফর্ম ধ্রুব টিভি।
তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর এর সম্প্রতি প্রচারিত পর্বের কিছু সংলাপ নিয়ে আমাদের সম্মানিত দর্শকবৃন্দ আপত্তি জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। ’
আপত্তিকর পর্বগুলো ধ্রুব টিভির ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এমনটি জানিয়ে সেখানে লেখা হয়, ‘দর্শকদের প্রতি সম্মান রেখে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর এর প্রচারিত আপত্তিকর পর্বগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিয়েছি এবং ভবিষ্যতে আমরা নাটক প্রচারের ক্ষেত্রে আরো সতর্ক হব। যেন আমাদের সমাজ এবং সংস্কৃতির ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে। ’
দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেখানে আরো লেখা হয়েছে, ‘দর্শকদের ভালোবাসাই আমাদের একান্ত চাওয়া। এই ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। ’
কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিকটি চ্যানেল নাইনে প্রচার শুরু হয়েছিল। বর্তমানে বাংলাভিশন ও ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রচার হয়ে আসছে। চলতি বছরের শুরুর দিকে তৃতীয় মৌসুম শেষ হওয়ার পর চতুর্থ মৌসুমের প্রচার শুরু হয়।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজনসহ আরো অনেকে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.