টি-টোয়েন্টিতে তাঁকে আর দেখা যাবে না, টেস্টে সুযোগ পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ পর্যন্ত খেলবেন, আর ওয়ানডেতে সুযোগ পেলে খেলবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন সাকিব আল হাসান।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকিব জানিয়েছিলেন, তিনি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে চান। তবে হঠাৎ সাকিবের এমন ঘোষণাতে অনেক আলোচনা তৈরি হয়েছে। মূলত দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাবেক সংসদ সদস্য সাকিব তাঁর ক্রিকেটীয় ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন, সাকিবকে হত্যা মামলার আসামিও করা হয়েছে। সেই সঙ্গে দেশের মাটিতে সাকিব আর খেলতে পারবেন কি না এমন আলোচনাও চলছিল।
এ অবস্থায় অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার ক্ষেত্রে বিসিবির কাছে কিছু প্রতিশ্রুতি চেয়েছেন সাকিব।
কী সেই প্রতিশ্রুতি? সংবাদ সম্মেলনে আজ সাকিব বলেছেন, ‘দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেইলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কী পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’
দেশে ফিরে সাকিব যেন হেনস্তার শিকার না হন সেজন্য বিসিবিকে শর্তও দিয়েছেন সাকিব। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকা সাকিব বলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়।’
এখন বোর্ডের দিকে তাকিয়ে সাকিব, ‘…বোর্ড খেয়াল রাখছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব। এভাবেই (বিসিবি সভাপতি) ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তাঁরা চেষ্টা করছেন কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়।’
মিরপুরে টেস্ট না খেলতে পারলে কানপুর টেস্টই তাঁর শেষ হতে পারে এমনটা জানিয়ে সাকিব বলেন, ‘আমার দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছাপ্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ টেস্ট হবে।’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.