দেশে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে কমানো হয়েছে এক হাজার ৫০ টাকা। কাল মঙ্গলবার থেকে নতুন এই দাম কার্যকর হবে।
নতুন র্নিধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা।
যা এতদিন বিক্রি হচ্ছিল ৮২ হাজার ৩৪৮ টাকায়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার প্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।
আজ সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় খরচ পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৭ হাজার ৬২৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ৬৬ হাজার ৪৮৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৫৫ হাজার ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.