বলিউড তারকারা বরাবরই নিজেদের স্ট্যাটাস বজায় রাখতে পছন্দ করে। ব্যান্ডের গাড়ি থেকে শুরু করে যেকোনো ঘরোয়া জিনিসেরও ব্যান্ড পছন্দ করে। তবে সবার সারা জীবন একইভাবে দিন কাটে না। বিশেষ করে করোনার সময়কালে তা স্পষ্ট হয়ে গিয়েছে। তাছাড়া বলিউডে ক্যারিয়ার তৈরি করা শুরুর দিকে খুব কঠিন চ্যালেঞ্জ। এমন কিছু বলিউড তারকা আছে যাদের এক সময় টাকার কারনে বিভ্রান্তিতে পড়তে হয়েছে। আর সেই বিপদের দিনে তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন তাদের স্ত্রী (Bollywood Actors Wife)। একথা তারকারা বিভিন্ন সাক্ষাৎকারে প্রকাশ করেছে। আসুন জানা যাক কোন কোন বলি তারকারা স্ত্রীর উপর নির্ভরশীল (Bollywood Actor dependent Wife) ছিলেন।
১. শাহরুখ-গৌরি Shahrukh gauriকরনার সময়কালে শাহরুখকে আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছিল। এ কথা করন জোহরের এক সাক্ষাৎকার তিনি নিজেই প্রকাশ করেছেন। সেই সময় একমাত্র উপার্জন করতেন তার স্ত্রী গৌরি। তাছাড়া শাহরুখের ক্যারিয়ারের শুরুর দিকে যখন টাকা-পয়সার অনটন তখন গৌরী তাদের সংসার সামলাতে।
২. মনিশ পাল Manish paul and wifeবলিউডের অভিনেতা তথা সঞ্চালক হলেন মনীশ পাল। তিনি পুরনো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন টানা এক বছর বেকার ছিলেন। সেই সময় কাজও হাতে ছিল না এবং তার পাশে ছিলেন স্ত্রী। তখন তার স্ত্রীর উপার্জনের সংসার চলত।
৩. আয়ুষ্মান-তাহিরা Ayushman tahiraবলিউডের শুরুর দিনগুলোতে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে অভিনেতা আয়ুষ্মানকে। সেই সময় তার উপার্জন বলতে কিছুই ছিল না এবং তার স্ত্রী তাহিরা ছিলেন পেশায় একজন কলেজ অধ্যাপিকা। এক সময় তার স্ত্রীর উপার্জনেই সংসার চলত বলে জানিয়েছেন আয়ুষ্মান।
৪. পঙ্কজ-মৃদুলা
পঙ্কজ ত্রিপাঠির ক্যারিয়ার শুরুর দিনগুলিতে মুম্বাইয়ের দরজায় দরজায় কড়া নাড়তে হয়েছিল। আর সেই সময় তাদের সংসার চলত তার স্ত্রী মৃদুলা ত্রিপাঠীর উপার্জনেই। পঙ্কজকে বারবার বলতে শুনে গেছে তিনি এমন স্ত্রী পেয়ে গর্বিত।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.