২০১৬ সালে ‘বসগিরি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। যেখানে তার পর্দার পার্টনার ছিলেন চিত্রনায়ক শাকিব খান।
একে একে ১২টা চলচ্চিত্রে একসঙ্গে জুটি বেঁধেছেন। পর্দার বাইরেও তাদের রসায়ন রসদ জুগিয়েছে দর্শকদের। অন্যদিকে, আবারও খবরের শিরোনাম হয়েছেন বুবলী। যার সূত্রপাত ফেসবুকের একটি পোস্ট। যেখানে মা হওয়ার ইঙ্গিত দেন তিনি। নিজের ভেরিফায়েড পেজে দুটি ছবি প্রকাশ করেছেন নায়িকা।
যার একটি ছবিতে বেবিবাম্পের পোজ দিয়েছেন এই তারকা। তার পেটটিও সন্তানসম্ভবা দেখাচ্ছে। ছবির ক্যাপশনে লিখেছেন থ্রোব্যাক আমেরিকা। আরও লিখেন, ‘আমি আমার জীবনের সঙ্গে।’
বুবলী হাত দিয়ে রেখেছেন পেটে।
ক্যাপশন ও ছবিতে স্পষ্ট হয়ে উঠেছে আমেরিকাতে মা হয়েছেন তিনি। অন্যদিকে এমন ছবি ও ক্যাপশনে নেটিজেনদের আরও আগ্রহী করে তুলেছে বিষয়টিতে। অনেকেই জানতে চেয়েছেন, মা হয়েছেন বুবলী, তাহলে বাবা হয়েছেন কে?
সবুজ নামের একজন লিখেছেন, ‘শাকিবের এক ছেলের জন্মদিন অন্য সন্তানের প্রকাশ্যে আসার দিন।’
অন্য একজন লিখেছেন, ‘বেবির জন্য অনেক শুভেচ্ছা রইল।’
তবে বাবার বিষয়টিই বেশিজন জানতে চেয়েছেন। কিন্তু কোনো মন্তব্যেরই প্রত্যুত্তর দেননি বুবলী।
এদিকে গত কয়েক বছর ধরেই গুঞ্জন- মা হয়েছেন বুবলী। বিশেষ করে ২০২০ সালের পুরো সময় তিনি আমেরিকা ছিলেন। তখনই মা হন তিনি।
শোনা যায়, শাকিব খান ও বুবলী বিয়ে করেছেন। তাদের ঘরে সে সময় সন্তান এসেছে।
এদিকে মা হওয়া নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ফেসবুকে ভেরিফায়েড পেজে বেবিবাম্পের ছবি পোস্ট করার পর বুবলীর মা হওয়া এবং তার সন্তানের বাবা কে তা নিয়ে চলছে আলোচনা। তবে সন্তানের বাবা নিয়ে কিছু বলেননি এই অভিনেত্রী।
বিষয়টি নিয়ে বুবলী বলেন, ‘আমি একজন মুসলিম, তো এটুকুই বলব, আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েকদিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়।’
‘আর আমি নিজেও একটা শুটিং স্পটে একটা কাজের মধ্যে আছি। তো সব কিছু মিলে আরও কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারব।’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.