ব্যারেল প্রতি জ্বালানি তেলে দাম ১ ডলারের বেশি কমেছে। বিশেষ করে চীনের মুদ্রাস্ফীতির খারাপ অবস্থা এবং বেইজিংয়ের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে বিরূপ অবস্থা তৈরি হাওয়ার কারণে সোমবার (১৪ অক্টোবর) জ্বালানি তেলের দামে এর প্রভাব পড়েছে। খবর রয়টার্স
ব্রেন্ট ক্রুড অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১.২৬ ডলার কমে দাঁড়িয়েছে ৭৭.৭৮ ডলার। শতাংশ হিসেবে যা ১.৫৯ শতাংশ। এছাড়া যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১.২০ ডলার কমে দাঁড়িয়েছে ৭৪.৩৬ ডলার। শতাংশ হিসেবে যা ১.২০ শতাংশ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত নেতিবাচক খবরের কারণে চীনের বাজারব্যবস্থা অস্থিরতা মধ্য দিয়ে যাচ্ছে। কারণ গত ১ অক্টোবর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল উৎপাদন ব্যহত হয়। পরবর্তীতে যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের জ্বালানি খাতে হামলা চালাতে সতর্ক করে।
শনিবার চীনের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে মুদ্রাস্ফীতির সমস্যায় ভূগছে চীন। এ অবস্থায় বিনিয়োগকারীরা ধারণা করেছিলেন পরিস্থিতি সামলাতে চীন সরকার হয়তো উদ্দীপনা প্যাকেজের ঘোষণা দিতে পারেন।
ন্যাশনাল ব্যুরো পরিসংখ্যানের তথ্য বলছে, প্রত্যাশার চেয়ে ভোক্তা মূল্য সূচক ০.৪ শতাংশ বেড়েছে। তবে উৎপাদন খরচ সূচক গত ছয় মাসের চেয়ে দ্রুত গতিতে কমেছে।
 Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					