লিখিত পরীক্ষায় পাশ করার পর কেউ যদি ভাবেন ইন্টারভিউ ক্লিয়ার করাও সহজ হবে, তাহলে এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ যারা ইন্টারভিউ নেন তারা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু উদ্ভট প্রশ্ন করেন, যা শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে ঠান্ডা মাথায় চিন্তা করলেই এই ধরনের প্রশ্নের উত্তর পাওয়া যায়। এবার তা দেখে নেওয়া যাক…
১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় মৎস্য বন্দর গড়ে উঠেছে?
উত্তরঃ শঙ্করপুর, পূর্ব মেদিনীপুর।
২) প্রশ্নঃ ধুনো কোন গাছের নির্যাস থেকে পাওয়া যায়?
উত্তরঃ শাল গাছ।
৩) প্রশ্নঃ বিশ্বে কয়লা উৎপাদনে ভারতের স্থান কত?
উত্তরঃ দ্বিতীয়। চীনের পরেই ভারতের স্থান।
৪) প্রশ্নঃ জন্ম ও কাশ্মীরের মাঝে কোন গিরিপথ অবস্থিত?
উত্তরঃ বানিহাল গিরিপথ।
৫) প্রশ্নঃ পৃথিবীর উচ্চতম কনক্রিটের বাঁধ কোনটি?
উত্তরঃ ভাকরা-নাঙ্গাল বাঁধ।
৬) প্রশ্নঃ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি?
উত্তরঃ সম্বর হ্রদ।
৭) প্রশ্নঃ বহুমুখী নদী পরিকল্পনার প্রধান কাজ কী?
উত্তরঃ বন্যা নিয়ন্ত্রণ করা।
৮) প্রশ্নঃ পালঘাট পূর্ব-পশ্চিমে কোন দুটি রাজ্যকে সংযোগ করেছে?
উত্তরঃ তামিলনাড়ু ও কেরলকে।
৯) প্রশ্নঃ BSNL-এর পুরো নাম কী?
উত্তরঃ ভারত সঞ্চার নিগম লিমিটেড।
১০) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম রাস্তাটির নাম কি?
উত্তরঃ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড।
১১) প্রশ্নঃ ভারতের সিলিকন ভ্যালি বা তথ্য প্রযুক্তির প্রাণকেন্দ্র কোন শহরকে বলে?
উত্তরঃ বেঙ্গালুরুকে।
১২) প্রশ্নঃ ভারতের কোথায় রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি অবস্থিত?
উত্তরঃ থুম্বা, কেরালা।
১৩) প্রশ্নঃ ভারতের বৃহত্তম প্রবাল দ্বীপ কোনটি?
উত্তরঃ লাক্ষাদ্বীপ।
১৪) প্রশ্নঃ কসমোলজি কি?
উত্তরঃ মহাকাশ সম্পর্কিত বিজ্ঞান
১৫) প্রশ্নঃ কখন ছেলে ও মেয়ে দুজনেই সমস্ত জামা কাপড় খুলে ফেলে উলঙ্গ হয়?
উত্তরঃ স্নান করার সময় (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.