নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে করতে চাওয়া ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টক শো স্থগিত করেছেন অনুষ্ঠানের উপাস্থাপক খালেদ মুহিউদ্দীন। বুধবার (৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি ঘোষণা দিয়ে এ তথ্য জানান তিনি।
নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে আগামীকাল বৃহস্পতিবার রাত ৯টায় টক শোর ঘোষণা দিয়েছিলেন খালেদ মুহিউদ্দীন। এ ঘোষণার প্রতিবাদ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ অন্যরা। এরপর সাদ্দামকে নিয়ে টক শোটি স্থগিতের ঘোষণা এলো খালেদ মুহিউদ্দীনের কাছ থেকে।
সাদ্দামকে নিয়ে টক শো স্থগিতের কারণ হিসেবে জরুরি ঘোষণায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। একাধিক আইনজীবীর পরামর্শ মতে, বাংলাদেশের দিক থেকে ছাত্রলীগের কারো বক্তব্য প্রচার আইনত ঠিক হবে না।
এই বিবেচনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সভাপতির অনুষ্ঠানটি স্থগিত করা হলো। হাসনাত আবুদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, ‘এটা আমাদের ২ হাজারের অধিক শহীদের সঙ্গে বেঈমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সঙ্গে বেঈমানি।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে যোগ দেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। এর আগে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের দায়িত্ব ছাড়েন খালেদ মুহিউদ্দীন।
সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’-এর উপস্থাপনাও করতেন। এখন তিনি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ নামের টক শো উপস্থাপনা করেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.