আজ ৫ নভেম্বর (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন। এবারের নির্বাচনে ইতিহাসের প্রথম প্রতিদন্দ্বীদের মধ্যে হতে চলেছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা।
যুক্তরাষ্ট্রের নাগরিকেরা আজ মঙ্গলবার যখন ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন নির্বাচনী কর্মকর্তারা ভোট গণনার আগ পর্যন্ত তাঁদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তবে কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, কে জয়ী হবেন তা জানতে কয়েকদিন পর্যন্ত লেগে যেতে পারে।
এর আগে ২০২০ সালের নির্বাচন শেষ হয়েছিল ৩ নভেম্বর। কিন্তু মার্কিন সংবাদমাধ্যম ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে জয়ী ঘোষণা করেছিল ৭ নভেম্বর।
মার্কিন ব্যবস্থায় নাগরিকদের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন না। নাগরিকদের ভোট ভাগ হয়ে যায় ৫৩৮টি নির্বাচক ভোটের মধ্যে। এই ভোটগুলোর বিন্যাস ঠিক করে দেয়, কে হবেন প্রেসিডেন্ট। নির্বাচনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ৮ কোটি ১০ লাখ ভোটার এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন।
এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। অন্যদিকে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। তাঁদের মধ্যে অন্তত ২৭০টি গুরুত্বপূর্ণ ইলেকটোরাল ভোট পেতে কঠিন লড়াই হবে। এ সংখ্যাটি প্রেসিডেন্ট হওয়ার নিশ্চয়তা দেবে।
বিভিন্ন জরিপ থেকে দেখা গেছে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরস্পরকে টক্কর দিচ্ছেন খুব সামান্য ব্যবধানে এগিয়ে বা পিছিয়ে থেকে। ব্যবধান এতই কম যে, ফলাফল যেকোনো দিকে যেতে পারে।
ঐতিহ্য অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট যে বছর অনুষ্ঠিত হবে সে বছরের নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হয়। তার ধারাবাহিকতায় এবারও ভোটগ্রহণ হচ্ছে আজ মঙ্গলবার।
সাধারণত, ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হয়ে যায়। যেহেতু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে, সে ক্ষেত্রে এবার হয়তো ফলাফল ঘোষণায় সামান্য দেরি হতে পারে।
সূত্র : The Daily Campus
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.