বিএনপির তিন অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পুলিশি বাধার কারণে ভেস্তে গেছে। আজ (৮ ডিসেম্বর, রোববার) সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। তবে, রামপুরা ব্রিজে পুলিশের ব্যারিকেডে পদযাত্রাটি থমকে যায়।
স্লোগান ও প্ল্যাকার্ডের প্রতিধ্বনি
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান প্রদর্শন করেন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল:
“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”
“ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ”
“এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ”
“ওয়াসিম-সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”
“স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়”
“বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়”
“সবার ওপরে দেশ, আমার প্রিয় বাংলাদেশ”
নেতৃত্বে শীর্ষ নেতারা
পদযাত্রার নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়াও উপস্থিত ছিলেন:
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির
পুলিশের বাধা
পদযাত্রা রামপুরা ব্রিজে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা বন্ধ করে দেয়। নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানালেও পুলিশ তাদের অনুমতি দেয়নি।
নেতাদের অভিযোগ
বিএনপির নেতারা অভিযোগ করেন, “সরকারের নির্দেশে শান্তিপূর্ণ পদযাত্রায় বাধা দেওয়া হয়েছে।” তারা আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “নিরাপত্তার স্বার্থে পদযাত্রা আটকে দেওয়া হয়েছে।”
এই প্রতিবেদনটি বিএনপির কর্মসূচির পটভূমি ও ঘটনাপ্রবাহ তুলে ধরেছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.