ময়মনসিংহ নগরীর থানা ঘাট এলাকার হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ সিটি করপোরেশনের থানাঘাট থেকে ট্রাফিক অফিস পর্যন্ত একই সময়ে একাধিক পক্ষ সভা-সমাবেশের ঘোষণা দেয়। এতে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলার অবনতির সম্ভাবনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়।
১৪৪ ধারার আওতায় ওই এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, মাজারের পক্ষে এবং বিপক্ষে দুটি পক্ষের একই সময়ে সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাজারে হামলা ও এর পটভূমি
গত ৮ জানুয়ারি হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর ১৭৯তম বার্ষিক ওরস উপলক্ষে ব্রহ্মপুত্র নদের পাড়ে কাওয়ালি গানের আয়োজন করা হয়। রাত ১১টার দিকে অনুষ্ঠান শুরু হলেও সাড়ে ১১টার দিকে সেখানে হামলা হয়। দুর্বৃত্তরা শিল্পীদের সরিয়ে দিয়ে মঞ্চ ও চেয়ার ভেঙে ফেলে। পরবর্তীতে রাত তিনটার দিকে মাজারেও হামলা হয়। এতে মাজারের পাকা স্থাপনার কিছু অংশ এবং ভেতরের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করা হয়।
এ ঘটনায় মাজারের অর্থ সম্পাদক মো. খলিলুর রহমান ৯ জানুয়ারি কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১ হাজার ৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
প্রতিবাদ ও মানববন্ধন
মাজারে হামলা, ভাঙচুর, লুটপাট, দানবাক্স ডাকাতি এবং পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানায় বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুর ১১টায় একটি মানববন্ধনের আয়োজন করা হয়। এক পর্যায়ে উত্তেজনা দেখা দিলে কর্মসূচি ময়মনসিংহ প্রেস ক্লাব চত্বরে স্থানান্তরিত করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “ময়মনসিংহের ঐতিহ্য শিল্প-সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর প্রতিষ্ঠিত। শত শত বছর ধরে মাজার, মন্দির, মসজিদ এখানে পাশাপাশি অবস্থান করেছে। কিন্তু একটি উগ্রবাদী গোষ্ঠী সম্প্রতি এ সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে।”
তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি
বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ময়মনসিংহের এই ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, সবাই একমত যে এই সংকট দ্রুত সমাধান হওয়া উচিত।