কাপড় পরিষ্কারের গুঁড়া সাবান আনতে মেয়েকে মুদি দোকানে পাঠিয়েছিলেন মা। দোকানি বলেছিলেন, দোকানে গুঁড়া সাবান নেই, বাড়িতে আছে। এ কথা বলে কৌশলে দোকান লাগোয়া বাড়িতে নিয়ে ১৫ বছর বয়সী মেয়েটিকে ‘ধর্ষণ’ করেন দোকানি। তিনি চলে গেলে তার বাবা এসেও মেয়েটিকে ধর্ষণ করেন। বগুড়া সদরে গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে ঘটনাটি ঘটে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চাঞ্চল্যকর এই ঘটনার পর রাজশাহীতে গ্রেপ্তার হয়েছেন মুদি দোকানি নাড়ু গোপাল (৩২)। তার বাড়ি বগুড়া সদর উপজেলার মোগলিশপুর গ্রামে। নাড়ু গোপালের বাবার নাম তুলসী দাস (৬০)।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২ ও র্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির যৌথ দল গতকাল সোমবার (১০ মার্চ) রাত ১১টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ হাশিমপুর গ্রাম থেকে নাড়ু গোপালকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, ২৫ ফেব্রুয়ারি বিকেলে মুদি দোকানি নাড়ু গোপাল কৌশলে ওই কিশোরীকে তার বাড়িতে নিয়ে দরজা বন্ধ করে দেন। তারপর টেনেহিঁচড়ে তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। নাড়ু গোপাল চলে যাওয়ার পর তার বাবা তুলসী দাস আসেন এবং তিনিও ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। সন্ধ্যার পর ওই কিশোরীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
র্যাব আরো জানায়, ভুক্তভোগী বাড়ি গেলে তার মা তাকে অসুস্থ অবস্থায় দেখেন। তখন কারণ জানতে চাইলে, কিশোরী তার মাকে ঘটনা খুলে বলে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণ মামলা করেন। তখন থেকেই পলাতক ছিলেন নাড়ু গোপাল।
র্যাব জানায়, আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.