গণহত্যার দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে সংগঠনটি। সেখান থেকেই দলটির মুখপাত্র ওসমান হাদি এ দাবির কথা জানান।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে লাগাতার অবস্থানের ঘোষণা দিয়ে হাদি বলেন, ‘যারা শাহবাগের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। জুলাইয়ের শত্রু। শাপলার শত্রু। পিলখানার শত্রু। ফ্যাসিবাদকে আর দাঁড়াতে দিব না। অতিদ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ভুংভাং বুঝানোর দিন আর নেই। যেই দলের প্রধান হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে মারতে বলে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা ঈদ করব ইনশাআল্লাহ।’
এছাড়া দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক নারী নিপীড়নের ঘটনা সামনে আসার বিষয়টি নিয়ে ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র বলেন, ‘নারী নিপীড়নের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে ৯০ দিনের মধ্যে বিচারের ব্যবস্থা করতে হবে। যতক্ষণ এটা না করা হবে, বাংলাদেশের জুলাই জনতা ইনকিলাব মঞ্চের সঙ্গে শাহবাগে অবস্থান ছাড়বে না।’
বুধবার বিকাল ৪টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় একপাশে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচি চলছে।
এর আগে গণজাগরণ মঞ্চের নেত্রী লাকি আক্তারকে গ্রেফতারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি বলেন, গতকালকে পুলিশের হাতে লাঠি ছিল না, তারা টিয়ারগ্যাস বা সাউন্ড গ্রেনেডও মারেনি। কিন্তু পুলিশের ওপর আগে হামলা করা হয়েছে। তাহলে তাদের ওপর ক্ষোভ কিসের? গতকাল শাহবাগীরা গেছে নারী নিপীড়কদের শাস্তির দাবিতে কিন্তু তারা স্লোগান দিয়েছে ড. ইউনূসের বিরুদ্ধে। তাই পুলিশের ওপর হামলাকারী লাকি আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.