সীমান্ত আইন লঙ্ঘন করে ফের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে লোহার খুঁটি নির্মাণে বাধা দেন বিজিবি।
সোমবার দহগ্রাম সর্দারপাড়া এলাকার সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮নং উপপিলারে এই ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, সোমবার ভোর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের কাজ শুরু করে। পরে সেখানকার কৃষকরা বিষয়টি দেখতে পেয়ে বাধা দেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের কৃষকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয়।
এ বিষয়ে দহগ্রাম আঙ্গরপোতা ৫১ ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.